ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সিঙ্গাপুরে ৩ বাংলাদেশি করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৩, ৩০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিঙ্গাপুরে ৩ বাংলাদেশি করোনায় আক্রান্ত

সিঙ্গাপুরে তিন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে এক জন ব্যবসায়ী ও দুজন শ্রমিক।  সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, রোববার ৪১ বছরের এক বাংলাদেশি শ্রমিকের করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।  ৪১ বছরের ওই পুরুষ স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন তাকে ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশাস ডিজিজে রাখা হয়েছে। আক্রান্তের তালিকায় তার ক্রম ৮৫৯।

একই দিন ২৯ বছরের এক বাংলাদেশি ব্যবসায়ীর করোনাভাইরাসে আক্রান্তের খবর নিশ্চিত হওয়া গেছে। আক্রান্তের তালিকায় তার ক্রম ৮৬৮। তাকে এনজি তেং ফং জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। তিনিও স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন।

সোমবার ২৯ বছরের আরেক বাংলাদেশি শ্রমিকের আক্রান্তের খবর নিশ্চিত হওয়া গেছে। আক্রান্তের তালিকায় তার ক্রম ৮৭৫। তাকেও এনজি তেং ফং জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।

সিঙ্গাপুরে এ নিয়ে ১২ বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এদের মধ্যে চার জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এক জনের অবস্থা গুরুতর।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়