ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

করোনা রোধের গাইডলাইন আরো কঠোর করবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩২, ৩১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা রোধের গাইডলাইন আরো কঠোর করবেন ট্রাম্প

করোনার সংক্রমণ ঠেকাতে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের সরকারের। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সামাজিক দূরত্বের গাইডলাইন আরো শক্ত এবং চীন ও ইউরোপ ভ্রমণে আরো নিয়ন্ত্রণ আরোপ করা হবে।

চীনে উৎপত্তি হওয়া করোনাভাইরাসের সংক্রমণ সবচেয়ে বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ লাখ ৬৪ হাজার ৩৫৯ জন। মৃত্যুর হিসেবেও চীনকে ছাড়ানোর পথে। দেশটিতে করোনা প্রাণ কেড়ে নিয়েছে ৩,১৭৩ জনের। সংক্রমণ ঠেকাতে ১৫ দিনের জন্য সামাজিক দূরত্ব ও ঘরে থাকার গাইডলাইন দিয়েছিল ট্রাম্প প্রশাসন।

কিন্তু পরিস্থিতি এখনো ভালো হয়নি। তাই সামাজিক দূরত্বের গাইডলাইন আরো এক মাস বাড়ানো হয়েছে ৩০ এপ্রিল পর্যন্ত। বলা হয়েছে ঘরে থাকতে। ১০ জনের বেশি একসঙ্গে জমায়েত না হওয়ার নির্দেশনার পাশাপাশি রেস্টুরেন্ট বা বারে বসতে বারণ করা হয়েছে। সোমবার হোয়াইট হাউজে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ‘গাইডলাইনগুলো আগের মতোই বহাল থাকবে, হয়তো আরো কঠোর করা হবে।’


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়