ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

স্পেনে করোনায় মৃত ১০ হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৯, ২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্পেনে করোনায় মৃত ১০ হাজার ছাড়ালো

স্পেনে করোনাভাইরাসে মৃতের  সংখ্যা ১০ হাজার ছাড়ালো। বুধবার রাতে দেশটিতে ৯৫০ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এক রাতে করোনাভাইরাসে মৃত্যুর এটি সর্বোচ্চ রেকর্ড। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার রাতে মৃতের সংখ্যা বেড়ে ১০ হাজার তিন জনে দাঁড়িয়েছে। একই সময় আক্রান্তের সংখ্যা এক লাখ দুই হাজার ১৩৬ থেকে বেড়ে এক লাখ ১০ হাজার ২৩৮ জনে পৌঁছেছে।

করোনা আক্রান্তের সংখ্যার দিক থেকে স্পেনের আগে রয়েছে ইতালি ও যুক্তরাষ্ট্র। ইতালিতে এক লাখ ১০ হাজার ৫৭৪ জন এবং যুক্তরাষ্ট্রে দুই লাখ ১৫ হাজার ৩৪৪ জন  করোনায় আক্রান্ত হয়েছেন। আর ভাইরাসে ইতালিতে মারা গেছে ১৩ হাজার ১৫৫ জন এবং যুক্তরাষ্ট্রে পাঁচ হাজার ১১২ জন।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়