ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

করোনা মোকাবিলায় ১৬ হাজার কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪০, ৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা মোকাবিলায় ১৬ হাজার কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

করোনা ভাইরাসের বিশ্বব্যাপী মহামারির প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলোর পাশে দাঁড়াতে চায় বিশ্বব্যাংক। ১৫ মাসের মধ্যে তাদের জরুরি সাহায্যে ১৬ হাজার কোটি ডলার ব্যয় করার পরিকল্পনা অনুমোদন করেছে তারা।

ওয়াশিংটনভিত্তিক উন্নয়ন ঋণদাতা বোর্ড ফাস্ট-ট্র্যাক সংকটের ফান্ডিং হিসেবে প্রথম কিস্তি ঘোষণা করেছে। প্রাথমিকভাবে ২৫ দেশে প্রকল্পের জন্য ১৯০ কোটি ডলার দিচ্ছে। আরও ৪০ দেশকে সহায়তা করা হবে বলে ব্যাংকটি এক বিবৃতি দিয়েছে।

এই সংকটময় মুহূর্তে ব্যাংকটি ১৭০ কোটি ডলারের বিদ্যমান অর্থায়ন আবার চালু করতে চায়। একই সঙ্গে একটি জরুরি ক্রেডিট লাইন ‘ক্যাটাস্ট্রফিক ড্রডাউনস’ ব্যবহার করার পরিকল্পনা তাদের।

বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ডেভিড মালপাস বলেছেন, ‘এই সংকটে বিশ্বব্যাংকের লক্ষ্য ছিল দ্রুত পদক্ষেপ নেওয়া, যেন এটা কার্যকর হয়। যদি আমাদের বোর্ড সাড়া দেয় তাহলে শুধু ভিন্ন দেশই নয়, একটা গোষ্ঠীকেই সহায়তা করা হবে।’

এই মহামারিতে সবচেয়ে ঝুঁকিতে আছে দরিদ্র দেশগুলো। তাদের দিকে বিশেষ নজর দেবে বিশ্বব্যাংক।

 

ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়