ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

৯ দিনে যুক্তরাজ্যে হাসপাতাল নির্মাণ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৫, ৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৯ দিনে যুক্তরাজ্যে হাসপাতাল নির্মাণ

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে শুরু করায় যুক্তরাজ্যের হাসপাতালগুলোতে ভীড় বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে মাত্র ৯ দিনে হাসপাতাল নির্মাণ করা হয়েছে লন্ডনে।

যুক্তরাজ্যে এ পর্যন্ত ৩৮ হাজার ১৩৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন তিন হাজার ৬০৫ জন।

বিবিসি জানিয়েছে, চার হাজার বেডের সাময়িক এই হাসপাতালটি নির্মাণ করা হয়েছে লন্ডনের এক্সসেল প্রদর্শনী কেন্দ্রে। এখানে সাধারণত বাণিজ্যমেলা ও সম্মেলনের আয়োজন করা হয়ে থাকে।

ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) এই হাসপাতালটি নির্মাণে প্রতিদিন ২০০ সেনা সদস্য কাজ করেছেন। তাদের পাশপাশি এনএইচএসের কর্মী ও ঠিকাদাররা কাজ করেছেন।

আধুনিক নার্সিং সেবার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের নাম অনুসারে এই হাসপাতালের নাম নাইটিঙ্গেল রাখা হয়েছে। করোনার কারণে বন্ধ করে রাখা যুক্তরাজ্যের উড়োজাহাজ সংস্থাগুলোর কয়েক হাজার কর্মী, যাদের প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ আছে তাদেরকে এখানে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

করোনা প্রাদুর্ভাবের পর আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় এর আগে উহানে মাত্র ছয় দিনে হাসপাতাল নির্মাণ করেছিল চীন।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়