ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভারতে করোনায় মৃতের সংখ্যা ৬২

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২০, ৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতে করোনায় মৃতের সংখ্যা ৬২

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে (৩ এপ্রিল) দেশটির কেন্দ্রীয় সরকারের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ২৫৪৭ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৪৭৮ জন।  চিকিৎসার পর ১৬৩ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।  দেশের ২১১টি জেলা থেকে করোনাভাইরাস আক্রান্তের খবর পাওয়া গেছে।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে ২৪ ঘণ্টায় মৃত বেড়েছে ৯ জন। বৃহস্পতিবার ৫৩ জন থেকে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬২ জনে।  ১২ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬ জনের।  তবে আশার কথা আক্রান্তের সংখ্যার সঙ্গে সঙ্গে চিকিৎসায় সুস্থ হয়ে ওঠার সংখ্যাও বাড়ছে ভারতে।  বর্তমানে সেই সংখ্যা ১৬২।

আক্রান্তের সংখ্যায় এখনও পর্যন্ত শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র।  সেখানে আক্রান্ত হয়েছেন ৩৩৫ জন।  মহারাষ্ট্রের পরই ছিল কেরল।  তারপরে ছিল তামিলনাড়ু।  কিন্তু গত  দুই দিনের মধ্যে প্রায় পাঁচ গুণ সংক্রমণ বেড়েছে তামিলনাড়ুতে।  ৩১ মার্চ ওই রাজ্যে সংক্রমণের সংখ্যা ছিল মাত্র ৭৪জন।  সেখানে ৪৮ ঘণ্টার মধ্যে বেড়ে দাঁড়িয়েছে ৩০৯ জনে।  

সূত্র: এনডিটিভি, আনন্দবাজার


সাইফ/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়