ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনায় তুরস্কে আরো কড়া বিধিনিষেধ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩২, ৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনায় তুরস্কে আরো কড়া বিধিনিষেধ

করোনাভাইরাস মোকাবিলায় আরো শক্ত পদক্ষেপ নিলো তুরস্ক। শুক্রবার মধ্যরাত থেকে ২০ বছরের কম বয়সীদের জন্য কারফিউ ঘোষণা করেছে তারা। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান জনগণের উদ্দেশে দেওয়া ভাষণে এ নির্দেশ দেন।

একই সঙ্গে ৩১ শহরের সীমান্ত বন্ধ করে দিয়েছে তুরস্ক। আগামী ১৫ দিন ওই শহরগুলোতে কেউ ঢুকতে পারবে না এবং সেখান থেকে কেউ বের হতে পারবে না। তবে চিকিৎসা ও জরুরি সেবার জন্য এ নিষেধাজ্ঞা নয়।

জনসমাগম এলাকায় মাস্ক পরা বাধ্যতামূলক করে দিয়েছেন এরদোগান, ‘প্রাথমিকভাবে ১৫ দিনের জন্য শহরগুলোর সীমান্ত বন্ধ করা হবে। তবে প্রয়োজন হলে সময়সীমা আরো বাড়ানো হবে।’

তুরস্কে করোনায় আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে, মৃত্যু হয়েছে ৪২৫ জনের। এ তথ্য দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোসা।



ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়