ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইতালিতে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১০, ৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইতালিতে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়ালো

চার সপ্তাহ আগে পুরো দেশে যখন লকডাউন ঘোষণা করা হয় তখন ইতালির বিভিন্ন এলাকায় অনেকেই নিজেদের সাহস যোগাতে ব্যালকনিতে দাঁড়িয়ে গান গেয়েছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও পোস্ট করেছিলেন। তবে সেই চিত্রটা এখন প্রায় পুরোটাই বদলে গেছে। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। জাতীয় শোক প্রকাশ করতে পতাকা অর্ধনমিত করে রাখা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত আরও ৬৮১ জনের মৃত্যু হয়েছে। এর ফলে দেশটিতে ভাইরাসে মৃতের সংখ্যা ১৫ হাজার ৩৬২তে পৌঁছেছে। অবশ্য গত কয়েক দিনের তুলনায় দেশটিতে মৃতের হার তুলনামুলক কম। ২৬ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত দেশটিতে প্রতিদিন মৃতের সংখ্যা সাত শতাধিক ছিল।

মৃতের সংখ্যা কমলেও আক্রান্তের সংখ্যা এখনও কমার লক্ষণ দেখা যায়নি। শুক্রবার দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে চার হাজার ৮০৫ জন।

ইতালিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা দুটোই বেশি উত্তরের সমৃদ্ধশালী প্রদেশ লোম্বার্ডিতে। দেশটিতে করোনায় মোট আক্রান্ত ও মৃতের ৭৫ শতাংশই এই অঞ্চলের।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়