ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভারতে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:১২, ৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা

ফাইল ছবি

মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে ভারতেও। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬ তে। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৫২৩ জন। মারা গেছে ১৩ জন।

ভারতের মোট আক্রান্তের ৯ শতাংশের বয়স ০-২০। ৪২ শতাংশের বয়স ২১ থেকে ৪০। ৩৩ শতাংশের বয়স ৪১-৬০। আর ১৭ শতাংশের বয়স ৬০ এর বেশি। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য থেকে এমনটাই জানা গেছে।

ভারতের কেরালায় আক্রান্তের সংখ্যা ৩০৬। মুম্বাইতে ৩৩০ (মৃত ৪)। জন্মু ও কাশ্মিরে আক্রান্তের সংখ্যা ৯২। দিল্লিতে ৪৪৫। আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রে, ৫৩৭।

ভারতের ১৭টি প্রদেশে তাবলিগ জামাতের লোক করোনায় আক্রান্ত। তাদের সংখ্যা ১০২৩। যা মোট আক্রান্তের ৩০ শতাংশ।

ভারতে বর্তমানে একদিনে ১১ হাজার রোগীকে করোনাভাইরাস টেস্ট করার সক্ষমতা রয়েছে। এর বেশি করতে পারবে না। তবে ভারতের সঙ্গে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে ব্রাজিল ও মার্কিন যুক্তরাষ্ট্র একমত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বর্তায় এমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়