ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

সামাজিক দূরত্ব মেনে ভিডিও কলে বিয়ে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩১, ৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সামাজিক দূরত্ব মেনে ভিডিও কলে বিয়ে

করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে ভারতে চলছে ২১ দিনের লকডাউন। এই লকডাউনের মধ্যে বিয়ের মতো আনন্দের ব্যাপারও থেমে নেই। তবে সামাজিক দূরত্ব মেনে ভিডিও কলে বিয়ের কাজ সারলেন এক মুসলিম যুগল।

শুক্রবার (৩ এপ্রিল) ভারতের মহারাষ্ট্রের আওরঙ্গাবাদ এলাকায় এ বিয়ে অনুষ্ঠিত হয়। 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের কাজ সারতে প্রধানমন্ত্রীর কোনো নির্দেশ অমান্য করেনি দুই পরিবার। লকডাউনের নিয়ম অনুসরণ করে বিয়ের সমস্ত অনুষ্ঠান ভিডিও কলের মাধ্যমে সম্পন্ন করেছেন তারা।

বর মিনহাজুদ্দিনের বাবা মো. গিয়াস বলেন, ‘ছয় মাস আগে দুই পরিবারের সম্মতিতে বিয়ে ঠিক করা হয়েছিলো। করোনাভাইরাসের ভয়ে তো আর বিয়ে বন্ধ থাকতে পারে না। তাই আমরা সরকারি আদেশ মেনেই ভিডিও কলে বিয়ের কাজ সম্পন্ন করেছি।’

কাজী মুফতি আনিসুর রহমান বলেন, ‘ভিডিও কলের মাধ্যমে বিয়ে পড়ানোয় দুই পরিবার অত্যন্ত খুশি হয়েছেন। তাছাড়া খরচ অনেক কমে গেছে।’ 

সূত্র : ইন্ডিয়া টুডে

 

ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়