ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মালয়েশিয়ায় নৌকা থেকে ২৫০ রোহিঙ্গা উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২০, ৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মালয়েশিয়ায় নৌকা থেকে ২৫০ রোহিঙ্গা উদ্ধার

মালয়েশিয়ায় একটি নৌকা থেকে ২৫০ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। দেশটির লাঙ্কাউই উপকূলের রিৎজ কার্লটন হোটেলের কাছ থেকে রোববার সকালে তাদেরকে উদ্ধার করা হয়।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার জানিয়েছে, গ্রামবাসীরা রোহিঙ্গাদের দেখতে পেয়ে পুলিশ ও কোস্টগার্ডকে খবর দেয়। পরে রোহিঙ্গাদের সমূদ্র তীরে নামিয়ে আনা হয়। এদের মধ্যে ৪৫ জন নারী রয়েছেন।

কোস্টগার্ড এক বিবৃতিতে বলেছে, ‘প্রায় ২৫০ জন রোহিঙ্গা রয়েছে। এদের মধ্যে ১০০ জন সাতরে তীরে আসার চেষ্টা করেছিল। বাকীরা নৌকায় ছিল।’ তাদেরকে রোহিঙ্গারা জানিয়েছে, তিন মানবপাচারকারী তাদেরকে নিয়ে এসেছে। নৌকা তীরের কাছে আসার আগেই পাচারকারীরা পালিয়ে যায়।

কোস্টগার্ড জানিয়েছে, রোহিঙ্গাদের ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়