ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জীবিতদের জন্য কবর খুঁড়ছেন তিনি (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫১, ৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জীবিতদের জন্য কবর খুঁড়ছেন তিনি (ভিডিও)

কারো মৃত্যুর পর কবর খোড়াটাই নিয়ম। তবে যুক্তরাজ্যে করোনাভাইরাসের কারণে সেই নিয়মটি এখন উল্টে গেছে।  দেশটিতে প্রতিদিনই শত শত মানুষ মারা যাচ্ছে। এই মৃতদেহগুলোর দাফনের জন্য কবর খুড়তে সময়েরও প্রয়োজন। শত শত লোকের জন্য প্রতিদিন কবর খনন করাটাও সময়ের ব্যাপার। তাই দেশটির অনেক জেলায় আগাম কবর অর্থাৎ জীবিতদের জন্য কবর খুড়ে রাখার ব্যবস্থা হচ্ছে।

এই জেলাগুলোর মধ্যে একটি হচ্ছে ইংল্যান্ডের কর্নওয়াল। এখানকার একটি গির্জা আগাম কবর খুড়ে রাখার উদ্যোগ নিয়েছে। কর্নওয়ালের মাউন্ট হক ও সেন্ট অ্যাগনেসে কবর খোড়ার দায়িত্বটি পালন করেন ক্লিভ ক্যালবার।

জীবিত মানুষদের জন্য এই কবর খুড়ে রাখাটা অত্যন্ত বেদনার উল্লেখ করে ক্যালবার বলেন,‘মৃত্যুর আগে কবর খুড়ে রাখার কাজটি আমাকে কখনোই করতে হয়নি। এমন দুঃখের সময় আমাদের এই কাজটি করে যেতে হবে। যদিও অনেক মানুষের ভাবনাতেই এটি নেই। এরপরেও আমি আশা করছি, এই কবরগুলো যাতে ব্যবহার না হয়।’




ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়