ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আইসিইউতে জনসনের সুস্থতা কামনা বিশ্বনেতাদের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৫, ৭ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আইসিইউতে জনসনের সুস্থতা কামনা বিশ্বনেতাদের

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এক সপ্তাহ সেল্ফ আইসোলেশনে থাকলেও স্বাস্থ্যের অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। সোমবার রাতটা কেটেছে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ)। তার দ্রুত আরোগ্য কামনা করে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন বিশ্বনেতারা।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে টুইটে জনসনকে বন্ধু সম্বোধন করেছেন এবং এই কঠিন সময়ে ব্রিটিশ জনগণের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘আমার প্রিয় বন্ধু বরিস জনসন, তোমাকে ও তোমার পরিবারকে নিয়ে আমি ভাবছি এবং সবসময় প্রার্থনা করছি। দ্রুত সেরে ওঠো। জাপানের জনগণ এই কঠিন সময়ে ব্রিটিশ জনগণের সঙ্গে আছে।’

ভাইরাস থেকে দ্রুত সুস্থ হয়ে উঠবেন জনসন, নিশ্চিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ‘প্রধানমন্ত্রী বরিস জনসন ভাইরাসের সঙ্গে ব্যক্তিগতভাবে লড়াই করছেন, এই সময়ে আমি ও আমার দেশের মানুষ তার মঙ্গল কামনা করছি। সব আমেরিকানরা তার জন্য প্রার্থনা করছে, সে আমার বন্ধু, একজন অমায়িক লোক এবং অসাধারণ বিশ্বনেতা।’

জনসনের আরোগ্য কামনা করেছেন ভারতীয় প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি, ‘একদমই চিন্তা করবেন না প্রধানমন্ত্রী বরিস জনসন! আশা করছি আপনাকে হাসপাতালের বাইরে দেখার এবং খুব শিগগিরই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।’



ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়