ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ বিজ্ঞানীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৬, ৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ বিজ্ঞানীর পদত্যাগ

করোনাভাইরাসের মহামারি সংক্রমণের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) গবেষণা কাউন্সিলের সভাপতি বিজ্ঞানী মাউরো ফেরারি পদত্যাগ করেছেন।

বুধবার (৮ এপ্রিল) সকালে ইইউর মুখপাত্র জোহানেস বাহরের বরাত দিয়ে ফিনান্সিয়াল টাইমস এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞানী ফেরারি অভিযোগ করেছেন, তিনি ইউরোপীয় ইউনিয়নের প্রতিক্রিয়া দেখে অত্যন্ত হতাশ হয়েছেন। এছাড়া তিনি ভাইরাসটি মোকাবিলায় দ্রুততার সাথে একটি বৈজ্ঞানিক কর্মসূচি স্থাপনের চেষ্টা করতে গিয়ে প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক বাধার সম্মুখীন হয়েছেন।

তিনি বলেন, ‘আমি বিজ্ঞান এবং ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক কার্যক্রম উভয়ই যথেষ্ট দেখেছি। আমি নিজেই বিশ্বাস হারিয়ে ফেলেছি।’

করোনাভাইরাস চীন থেকে ইতালি, অস্ট্রিয়া, স্পেন এবং অন্যান্য ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে সদস্য রাষ্ট্রের দায়বদ্ধ থাকা সত্ত্বেও তারা সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নেয়নি। পরে এ নিয়ে অনেক সমালোচনা হয়।

 

ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়