ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ইথিওপিয়ায় জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪১, ৯ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইথিওপিয়ায় জরুরি অবস্থা ঘোষণা

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বুধবার জরুরি অবস্থা ঘোষণা করেছে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদ।

ইথিওপিয়ায় এপর্যন্ত করোনায় আক্রান্ত ৫২ জন, মৃত্যু হয়েছে দুজনের। সামনের দিনগুলোতে আক্রান্ত ও মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করছে দেশটির সরকার।

জাতির উদ্দেশে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, ‘যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়, তাহলে আমরা পর্যায়ক্রমে সব ধরনের পদক্ষেপ নেবো।’

গত মাসে ইথিওপিয়ান সরকার ভাইরাস ঠেকাতে দেশের সব স্কুল বন্ধ করে দেয়। যদিও সীমিত পরিসরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খোলা রেখেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকলে শিল্প খাতও বন্ধ করা হবে জানালেন অ্যাবি। মঙ্গলবার ইথিওপিয়ান এয়ারলাইন্স জানায়, ৫৫ কোটি ডলার ক্ষতি গুনতে যাচ্ছে তারা।



ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়