ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

করোনায় যুক্তরাষ্ট্রে ১১ ভারতীয়র মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৮, ৯ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনায় যুক্তরাষ্ট্রে ১১ ভারতীয়র মৃত্যু

করোনাভাইরাস ভয়াবহ থাবা বসিয়েছে যুক্তরাষ্ট্রে। তাতে আমেরিকান নাগরিকদের পাশাপাশি বিদেশিরাও প্রাণ হারাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ১১ জন ভারতীয়র মৃত্যু হয়েছে কোভিড-১৯ রোগে। আর করোনা শনাক্ত হয়েছে আরো ১৬ ভারতীয়র।

করোনায় যুক্তরাষ্ট্রে ১৪ হাজারের বেশি মৃত্যু হয়েছে। বুধবার এক দিনে এক হাজার ৯ শর বেশি মানুষ মারা গেছে। মৃতের সংখ্যায় স্পেনকে ছাড়িয়ে গেছে তারা। এই মৃত্যুর তালিকায় এদিন যুক্ত হলো ১১ ভারতীয় নাম।

করোনায় মারা যাওয়া ভারতীয়দের সবাই পুরুষ, তাদের ১০ জন নিউইয়র্ক ও নিউ জার্সির। জানা গেছে, চারজন নিউইয়র্ক সিটির ট্যাক্সি ড্রাইভার ছিলেন। আরেক ব্যক্তি ফ্লোরিডার বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

করোনায় শনাক্ত ১৬ জনের মধ্যে চারজন নারী। তাদের সেল্ফ কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের ৮ জন নিউইয়র্কের, তিনজন নিউজার্সির, অন্যরা টেক্সাস ও ক্যালিফোর্নিয়ার।

করোনাভাইরাসে আক্রান্তদের প্রয়োজনীয় সহায়তায় স্থানীয় কর্তৃপক্ষ ও ভারতীয়-আমেরিকান প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে ভারতীয় অ্যামবাসি ও কনসুলেটগুলো। করোনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ৯২ প্রবাসী মারা গেছে।


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়