ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বাংলাদেশ থেকে ফিরতে চায় ৩ শতাধিক পাকিস্তানি শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৮, ৯ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশ থেকে ফিরতে চায় ৩ শতাধিক পাকিস্তানি শিক্ষার্থী

বাংলাদেশে উচ্চশিক্ষার জন্য আসা তিন শতাধিক পাকিস্তানি শিক্ষার্থী দেশে ফিরতে সাহায্যের আবেদন জানিয়েছে। এসব শিক্ষার্থী সার্ক স্কলারশিপের আওতায় বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন অনলাইন এ তথ্য জানিয়েছে।

রিজা হামিদ নামে এক মেডিকেল শিক্ষার্থী টেলিফোনে ডন অনলাইনকে বলেছেন, ‘আমি রাজশাহীর একটি হোস্টেলে থাকতাম। আমার ভারত, ভুটান, নেপাল ও শ্রীলঙ্কার সহপাঠীদের তাদের দেশ সরিয়ে নিয়ে গেছে। আমাকে ঢাকার একটি হোস্টেলে এনে রাখা হয়েছে।’

অধিকাংশ নারী ও পুরুষ শিক্ষার্থীদের অভিযোগ, বাংলাদেশে লকডাউনের কারণে তাদের খাবার সংগ্রহের সুযোগ সীমিত হয়ে পড়েছে। এছাড়া এই দেশের ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থার কারণেও তারা উদ্বিগ্ন।

রিজা হামিদ বলেন, ‘দিনের শেষে আমাদের রুটি ও জ্যাম অথবা বিস্কুট খেয়ে থাকতে হচ্ছে।’

সূত্রের বরাত দিয়ে ডন জানিয়েছে, পাক প্রধানমন্ত্রীর জনসংযোগ বিভাগ পররাষ্ট্র সচিবের কাছে এক পাকিস্তানি শিক্ষার্থীকে দ্রুত বাংলাদেশ থেকে ফিরিয়ে আনার একটি আবেদন পাঠিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আয়েশা ফারুকি এ ব্যাপারে জানান, ঢাকায় পাকিস্তান হাই কমিশনের কাছ থেকে সেখানকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন হাতে পাওয়ার পর তিনি এ ব্যাপারে উদ্যোগ নিতে পারেন।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়