ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ইরানে করোনায় মৃত্যু ৪ হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১১, ৯ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইরানে করোনায় মৃত্যু ৪ হাজার ছাড়ালো

ইরানে করোনায় মৃতের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের মুখাপত্র কাইনুশ জাহানপুর জানান, গত ২৪ ঘণ্টায় ইরানে করোনাভাইরাসে ১১৭ জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ১১০ জনে পৌঁছেছে।

তিনি জানান, একই সময় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৬ হাজার ২২০ তে পৌঁছেছে। এদের মধ্যে তিন হাজার ৯১৮ জনের অবস্থা গুরুতর। এছাড়া এ পর্যন্ত ৩২ হাজার ৩০৯ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানেই সবচেয়ে বেশি সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। গত কয়েক দিন ধরে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা কমতে শুরু করেছে। ৪ এপ্রিল দেশটিতে ১৫৮ জন, ৫ এপ্রিল ১৫১ জন, ৬ এপ্রিল ১৩৬ জন এবং ৭ এপ্রিল ১৩১ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়