ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইতালিতে করোনায় ১০০ চিকিৎসকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৯, ৯ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 ইতালিতে করোনায় ১০০ চিকিৎসকের মৃত্যু

ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০০ চিকিৎসক। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য সংস্থা এফএনওএমসিইও এ তথ্য জানিয়েছে।

ইতালিতে এ পর্যন্ত এক লাখ ৩৯ হাজার ৪২২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আর মারা গেছে ১৭ হাজার ৬৬৯ জন।

এফএনওএমসিইও’র মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা যাওয়া চিকিৎসকের সংখ্যা ১০০...তবে দুর্ভাগ্যজনকভাবে এই মুহূর্তে এটা ১০১ হতে পারে।’

ইতালি সরকারের আহ্বানে সাড়া দিয়ে করোনায় পরিস্থিতি মোকাবিলায় অনেক অবসরপ্রাপ্ত চিকিৎসকও হাসপাতালে যোগ দিয়েছিলেন। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া চিকিৎসকদের মধ্যে এই অবসরপ্রাপ্তরাও রয়েছেন।

ইতালির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে ৩০ জন নার্স ও তাদের সহকারি মারা গেছেন।

এফএনওএমসিইও’র  সভাপতি ফিলিপ্পো আনেল্লি সংস্থার ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে বলেছেন,‘আমরা আর আমাদের চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের কোনো ধরনের সুরক্ষা ছাড়া করোনার বিরুদ্ধে লড়াইয়ে পাঠানোর অনুমতি দিতে পারি না। এটা একটি অন্যায্য লড়াই।’


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়