ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভারতে ২৪ ঘণ্টায় ৫৯১ জন আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৯, ৯ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতে ২৪ ঘণ্টায় ৫৯১ জন আক্রান্ত

ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ৫৯১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গত তিন-চার দিন ধরে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ওঠানামা করছে। সোমবার দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৭০৪। মঙ্গলবার তা একধাক্কায় কমে দাঁড়ায় ৫০৮। বুধবার তা আরও কিছুটা কমে হয় ৪৮৫। বৃহস্পতিবার সারা দিনে আরও ৫৯১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এর ফলে কোভিড-১৯ ভাইরাসে ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৮৬৫।

গত ২৪ ঘণ্টায় করোনায় ভারতে ২০ জনের মৃত্যু হয়েছে। এতে দেশটিতে মোট মৃত্যুসংখ্যা এসে ঠেকেছে ১৬৯-এ।

ভারতে করোনা সংক্রমণ সবচেয়ে প্রকট মহারাষ্ট্রে। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে গিয়েছিল বুধবারই। বৃহস্পতিবার তা এসে ঠেকেছে ১ হাজার ১৩৫ জনে। এখানে ভাইরাসে ৭২ জন প্রাণ হারিয়েছেন। মৃত্যুসংখ্যার নিরিখে মহারাষ্ট্রের পরই রয়েছে মধ্যপ্রদেশ ও গুজরাট। এই দুই রাজ্যে ১৬ জন করে মোট ৩২ জন প্রাণ হারিয়েছেন। রাজধানী দিল্লিতে মারা গেছে ৯ জন। তামিলনাড়ু ও পাঞ্জাবেও সাত জন করে ১৪ জন মারা গেছে।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়