ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ভোট দিলেন করোনা রোগীরা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৫, ১০ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভোট দিলেন করোনা রোগীরা

আগামী ১৫ এপ্রিল দক্ষিণ কোরিয়ায় সাধারণ নির্বাচন হলেও করোনার সংক্রমণ রোধে শুক্রবার থেকে অগ্রিম ভোটের ব্যবস্থা করা হয়েছে। নির্ধারিত পোলিং স্টেশনে ভোট দিতে পারছেন করোনা রোগীরা।

রয়টার্স জানায়, করোনার প্রাদুর্ভাব বেশি থাকায় রাজধানী সিউল ও দায়েগু শহরে ৩ হাজার করোনা রোগীর জন্য আটটি পোলিং স্টেশন তৈরি করেছে জাতীয় নির্বাচন কমিশন। এছাড়া করোনার চিকিৎসা দেওয়া ৯০০ স্বাস্থ্যকর্মীও ভোট দিতে পারবেন।

আগামীকাল শনিবার পর্যন্ত চলবে সাধারণ নির্বাচনের এই অগ্রিম ভোট দেওয়া। জানা গেছে, কোয়ারেন্টাইনে থাকা প্রায় ৪৬ হাজার ভোটার এতে ভোট দিতে পারবেন। এখন পর্যন্ত দেশটিতে প্রায় সাড়ে ১০ হাজার মানুষ করোনায় আক্রান্ত, মৃত্যু হয়েছে ২০৮ জনের।

 

ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়