ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে এবার করোনার থাবা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৮, ১০ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে এবার করোনার থাবা

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনেও করোনা থাবা বসালো। এনিয়ে ২১০টি দেশ ও অঞ্চলে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ হলো। শুক্রবার সকালে সরকার নিয়ন্ত্রিত হাধরামাউতে প্রথম কারো শরীরে করোনা শনাক্ত হয়েছে।

জাতীয় জরুরি কমিটি টুইটারে এ খবর নিশ্চিত করেছে, ‘প্রথম করোনাভাইরাসের সংক্রমণ হয়েছে হাধরামাউত প্রদেশে।’ কমিটি আরো জানায়, রোগীর অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে। আর বেশি কিছু জানায়নি তারা।

যুদ্ধে খণ্ডবিখণ্ড দেশটিতে করোনাভাইরাসের মহামারির প্রভাব নিয়ে শঙ্কা প্রকাশ করেছিল জাতিসংঘ ও পশ্চিমাঞ্চলের মিত্রশক্তিরা। ইয়েমেনের দুর্বল চিকিৎসা ব্যবস্থা বড় ধরনের বিপর্যয় আনতে পারে বলে সতর্ক করেছিল বেশ কয়েকটি মানবিক সাহায্য সংস্থা।

 

ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়