ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাংলাদেশে হাইড্রোক্সিক্লোরোকুইন পাঠিয়েছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৮, ১০ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশে হাইড্রোক্সিক্লোরোকুইন পাঠিয়েছে ভারত

বাংলাদেশে হাইড্রোক্সিক্লোরোকুইন পাঠিয়েছে ভারত। বৃহস্পতিবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার ক্ষেত্রে এখন অনেকটাই কার্যকরী ম্যালেরিয়ার প্রতিষেধক হাইড্রোক্সিক্লোরোকুইন। শুধু ভারতেই নয়, গোটা বিশ্বেই এই ওষুধের এখন তুমুল চাহিদা।  চলতি মাসের প্রথম দিকে ভারত সরকার নিজেদের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর কথা বলে হাইড্রোক্সিক্লোরোকুইন ও প্যারাসিটামল ট্যাবলেট রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানায় ভারত।

বৃহস্পতিবার ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ১০ টন ওষুধ নিয়ে মঙ্গলবার এয়ার ইন্ডিয়ার একটি বিমান শ্রীলঙ্কা পৌঁছেছে। এতে বাংলাদেশ, ভুটান, আফগানিস্তান, নেপাল ও মিয়ানমারসহ বেশ কয়েকটি দেশের জন্য হাইড্রোক্সিক্লোরোকুইন ওষুধ পাঠানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস জানিয়েছে, বুধবার সার্কের বাণিজ্য কর্মকর্তাদের মধ্যে ভার্চুয়াল বৈঠক হয়। ওই বৈঠকেই করোনা চিকিৎসায় অনেক দেশে ব্যবহৃত প্যারাসিটামল ও হাইড্রোক্সিক্লোরোকুইন রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানানো হয়।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়