ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১৮ হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৮, ১০ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১৮ হাজার ছাড়ালো

করোনাভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশ। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বিভিন্ন স্থানে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১৮ হাজার ৫৩৯ জন মানুষের প্রাণহানি ঘটেছে।

জন্স হপকিন্স ইউনিভার্সিটি শুক্রবার জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯৬ হাজার ৪৯০ জন। গত ২৪ ঘণ্টায় নতুনকরে আক্রান্ত হয়েছে ৩০ হাজার ৪৭০ জন। 

বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এক লাখ ২৬০ জন মানুষ।

ইউরোপীয় দেশগুলোর মধ্যে এই মুহূর্তে করোনা আক্রান্ত ব্যক্তি ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি বাড়ছে যুক্তরাজ্যে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৯৮০ জনের মৃত্যু হয়েছে, যা করোনা প্রাদুর্ভাবের পর রেকর্ড।


ঢাকা/নাসিম/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়