ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বেতন অর্ধেক করার ঘোষণা ইকুয়েডরের প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৮, ১২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বেতন অর্ধেক করার ঘোষণা ইকুয়েডরের প্রেসিডেন্টের

মহামারি করোনায় বিপর্যস্ত পুরো বিশ্ব। এমতবস্তায় ইকুয়েডরের প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন যে তিনি ও তার মন্ত্রীসভার সদস্যরা এখন থেকে অর্ধেক বেতন নেবেন।

রোববার এক টুইটার বার্তায় দেশটির প্রেসিডেন্ট লেনিন মরেনো জানান, তার নিজেরসহ ভাইস প্রেসিডেন্ট, কেবিনেট ও ন্যাশনাল এসেম্বলির সব সদস্য অর্ধেক করে বেতন নেবেন।

কোভিড-১৯ প্রাদুর্ভাব মোকাবিলায় ইকুয়েডর এমন পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে সিএনএন।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী ইকুয়েডরে এখন পর্যন্ত ৭ হাজার ৪৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৩৩৩ জন।

বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন দীর্ঘ হচ্ছে লাশের সারি। এ রিপোর্ট লেখা পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ১৮ লাখ ৩৭ হাজার ৮২৯ জন মানুষ। আর মারা গেছেন ১ লাখ ১৩ হাজার ৩১২ জন।


ঢাকা/নাসিম/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়