ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

করোনা ঠেকাতে প্রবীণ-অভিজ্ঞ ডাক্তারদের কাজে নামার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩২, ১৭ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা ঠেকাতে প্রবীণ-অভিজ্ঞ ডাক্তারদের কাজে নামার আহ্বান

করোনা মহামারি ঠেকাতে ৬০ থেকে ৬৫ বছর বয়সী প্রবীণ চিকিৎসাকর্মীদের আবারো চিকিৎসায় নামতে আহ্বান জানিয়েছে মেক্সিকো।

মেক্সিকোর প্রেসিডেন্ট শুক্রবার (১৭ এপ্রিল) এ আহ্বান জানিয়েছেন। খবর রয়টার্সের।

ধারণার চেয়েও বেশি মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ায় দেশটির স্বাস্থ্য ব্যবস্থার শক্তি বাড়াতে এমন ঘোষণা দেওয়া হয়েছে। মূলত করোনার বাইরে অন্যান্য রোগীদের সেবা দেওয়ার জন্য তাদের অবসর ভেঙে ফিরিয়ে আনা হচ্ছে। ঘোষণায় বলা হয়, যারা করোনায় আক্রান্ত নন, তবে অন‌্যান্য রোগে ভুগছেন না- প্রবীণ এসব চিকিৎসকরা তেমন রোগীদেরই সেবা দেবেন।

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস মানুয়েল লোপেজ বলেন, ‘দেশে প্রায় ২০ হাজার সুস্থ প্রবীণ নার্স ও ডাক্তার রয়েছেন। যারা চাইলেই করোনা মহামারির এই সময়ে পুনরায় কাজে নামতে পারেন।’

প্রবীন এসব চিকিৎসকরা কাজে যোগ দিলে বয়সে তরুণ স্বাস্থ্যকর্মীরা করোনা আক্রান্ত রোগীদের সেবা দেওয়ার সুযোগ পাবে।

মেক্সিকোতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছয় হাজার ২৯৭ এবং মৃতের সংখ্যা ৪৮৬ জন।


ঢাকা/নাসিম/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়