ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

২৫ লাখ ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৬, ২১ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২৫ লাখ ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ছাড়িয়েছে। ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম সনাক্ত হয় এই ভাইরাস। এরপর ১১৩ দিনের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১০টি দেশ ও দুটি আন্তর্জাতিক অঞ্চলে। আক্রান্ত করেছে ২৫ লাখ ৩২ হাজার ৪৯০ জনকে। প্রাণ কেড়ে নিয়েছে ১ লাখ ৭৫ হাজারেরও বেশি লোকের।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ক্ষমতাধর দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৩ হাজার ৫৭৫ জন। সেখানে প্রাণ হারিয়েছে ৪৩ হাজার ৬৬৩ জন। আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে স্পেনে। আটলান্টিক পাড়ের দেশটিতে এ পর্যন্ত করোনার কবলে পড়েছে ২ লাখ ৪ হাজার ১৭৮ জন। প্রাণ হারিয়েছে ২৮২ জন।

প্রায় দুই লাখ আক্রান্ত হয়েছে ইতালিতে। সেখানে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৯৫৭ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৩৮৩ জন। জার্মানিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৮ হাজার ২৪ জন। যদিও মৃতের সংখ্যা সেখানে খুবই কম।

যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৪৪ জন। আক্রান্তের সংখ্যা লাখ ছোঁয়ার অপেক্ষায় আছে তুরস্ক ও ইরান। ইউরোশিয়ার দেশটিতে আক্রান্ত হয়েছে ৯৫ হাজার ৫৯১ জন। আর ইরানে আক্রান্ত হয়েছে ৮৪ হাজার ৮০২ জন।

করোনাভাইরাসের আতুরঘর চীনে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৭৫৮ জন। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ৭৬৩ জন। এ ছাড়া বেলজিয়াম ও ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে।

প্রতিনিয়তই হু হু করে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃতের সংখ্যাও। এই ভাইরাস থেকে বাঁচতে গৃহবন্দি হয়ে আছে বিশ্বের অধিকাংশ মানুষ। কবে মুক্তি মিলবে অপ্রতিরোধ্য এই ভাইরাস থেকে?

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়