ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

লকডাউন উপেক্ষা করে সমুদ্র সৈকতে হাজারো মানুষ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৭, ২৬ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লকডাউন উপেক্ষা করে সমুদ্র সৈকতে হাজারো মানুষ

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে লাফিয়ে বাড়ছে। কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ নেই আমেরিকানদের। প্রচণ্ড তাপদাহে লকডাউন উপেক্ষা করে ক্যালিফোর্নিয়ায় সমুদ্র সৈকতে হাজার মানুষ ভিড় করেছে। করোনার প্রকোপ ঠেকাতে সামাজিক দূরত্ব মেনে সৈকতে চলার অনুরোধ করেছিলেন ক্যালিফোর্নিয়ার মেয়র গ্যাভিন নিউসম। কিন্তু তা একেবারেই মানা হয়নি।

খেয়াল খুশিমতো সৈকতে হাজির হন আমেরিকানরা। বিশেষ করে নিউপোর্ট ও হান্টিংটন সমুদ্র সৈকতে উপচে পড়া ভিড় দেখা গেছে। সামাজিক দূরত্বের বালাই ছিল না। হান্টিংটনে ৬ ফুটের মধ্যে পাঁচজন মেয়েকে একসঙ্গে দেখা গেছে। মাস্ক ছিল না কারো মুখে।

এদিকে জর্জিয়া ও ওকলাহোমাসহ কয়েকটি অঙ্গরাজ্যে আবার চালু হয়েছে হেয়ার সেলুন ও অন্য ক্ষুদ্র ব্যবসার দোকানপাট। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্য নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো শনিবার বলেছেন তারা নার্স, চিকিৎসক, পুলিশ কর্মকর্তা, মুদি দোকানদার ও অন্য জরুরি সেবার কাজে নিয়োজিতদের অ্যান্টিবডি পরীক্ষা করা হবে। এছাড়া স্থানীয় ফার্মেসিগুলোতে স্বাস্থ্য পরীক্ষার নমুনা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।



ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়