ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইয়েমেনে করোনায় প্রথম প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৮, ৩০ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইয়েমেনে করোনায় প্রথম প্রাণহানি

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে করোনাভাইরাসে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে। দেশটিতে এটাই প্রথম করোনায় ‍প্রাণহানি।

ইয়েমেনের দক্ষিণের শহর এইডেনের এক হাসপাতালে দুই ভাই মারা গেছেন। সরকারি সূত্রে এ পর্যন্ত পাঁচজনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে।

পাঁচ বছরেরও বেশি সময়ের যুদ্ধে ক্ষতবিক্ষত ইয়েমেনের স্বাস্থ্যসেবা। যে কারণে করোনাভাইরাস ঠেকানোর প্রস্তুতিও যথাযথ নয়।

কলেরা, ডেঙ্গু ও ম্যালেরিয়ার চিকিৎসাই ঠিকভাবে সেখানে হয় না। দেশের হাসপাতালগুলোর মধ্যে অর্ধেক পুরোপুরি চালু আছে। লাখ লাখ লোকের পেট চলে ত্রাণ সহায়তায়।

জাতিসংঘ বলছে, ভাইরাসটি ভয়াবহ আকারে ছড়িয়ে পড়তে পারে দেশটিতে। এপ্রিলের শুরুতে প্রথম করোনা শনাক্তের পর বিভিন্ন সাহায্য সংস্থা সেখানে দুর্বিষহ পরিস্থিতির আশঙ্কা প্রকাশ করেছিল।


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়