ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আফ্রিকায় আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার ছাড়ালো

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৭, ২ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আফ্রিকায় আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার ছাড়ালো

মহামারি করোনাভাইরাসে সুবিধাবঞ্চিত আফ্রিকা মহাদেশে আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৪০ জনে। গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৩৫ জন। মারা গেছে ৪৯ জন।

মহাদেশটিতে করোনার সঙ্গে যুদ্ধ করে সেরে উঠেছে ১৪ হাজার ৫০৮ জন। চিকিৎসাধীন রয়েছে ২৭ হাজার ২৭ জন। তাদের মধ্যে ১২৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

আফ্রিকার রোগ নিয়ন্ত্রন ও প্রতিরোধ কেন্দ্রের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

আফ্রিকা মহাদেশের ৫৪টি দেশেই ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। তার মধ্যে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি দক্ষিণ আফ্রিকায়, ৬ হাজার ৩৩৬। মৃতের সংখ্যা ১২৩। মিশরে আক্রান্ত হয়েছে ৬ হাজার ১৯৩ জন। মৃতের সংখ্যা ৪১৫।

মরোক্কোতে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৭২৯। মারা গেছে ১৭৩ জন। আলজেরিয়ায় আক্রান্ত হয়েছে ৪ হাজার ২৯৫ জন। মৃতের সংখ্যা সর্বোচ্চ ৪৫৯ জন। নাইজেরিয়ায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ১৭০। মৃতের সংখ্যা ৬৮।

এ ছাড়া ঘানায় ২ হাজার ১৬৯, ক্যামেরুনে ২  হাজার ৭৭, গিনিতে ১ হাজার ৫৩৭, আইভোরিকোস্টে ১ হাজার ৩৩৩, সেনেগালে ১ হাজার ১১৫ ও জিবুতিতে ১ হাজার ১১২ জন করোনায় আক্রান্ত হয়েছে।

বাকি দেশগুলোতে আক্রান্তের সংখ্যা এখনো হাজার ছাড়ায়নি।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়