ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

করোনা সংকটেও শক্তিশালী অর্থনীতিতে বাংলাদেশ নবম

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৫, ৩ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা সংকটেও শক্তিশালী অর্থনীতিতে বাংলাদেশ নবম

করোনা সংকটে শুধু মানুষের স্বাস্থ্য নয়, অর্থনীতি নিয়েও দেখা দিয়েছে ঘোর অনিশ্চয়তা। মাসের পর মাস লকডাউনে অর্থনৈতিক মন্দার আশঙ্কায় বিশ্বের বড় বড় দেশগুলো। তবে বাংলাদেশের জন্য সুসংবাদ দিলো দ্য ইকোনোমিস্ট। লন্ডনভিত্তিক সাময়িকী উদীয়মান অর্থনীতির ৬৬ দেশের তালিকা তৈরি করেছে, যেখানে শক্তিশালী অর্থনীতির দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ৯ নম্বরে।

শনিবার প্রকাশিত র‌্যাংকিংয়ে প্রাণঘাতী ভাইরাসের উৎপত্তিস্থল চীন বাংলাদেশের ঠিক পরে। সবার উপরে আফ্রিকান দেশ বতসোয়ানা। বাংলাদেশের উপরে থাকা অন্য দেশগুলো হলো তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, পেরু, রাশিয়া, ফিলিপাইন ও থাইল্যান্ড।

জিডিপির শতাংশ হিসেবে সরকারি ঋণ, বৈদেশিক ঋণ, ঋণের সুদ ও রিজার্ভ- এই চারটি সম্ভাব্য দিক বিবেচনা করে এই তালিকা তৈরি করা হয়েছে।

তালিকায় বাংলাদেশের আশেপাশে নেই তিন প্রতিবেশী দেশ ভারত (১৮), পাকিস্তান (৪৩) ও শ্রীলঙ্কা (৬১)। সবার শেষে থাকা দেশ হলো দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলা।


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়