ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

করোনায় ফিলিপাইনে সব ধরনের বিমান চলাচল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১১, ৩ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনায় ফিলিপাইনে সব ধরনের বিমান চলাচল বন্ধ

সব ধরনের যাত্রিবাহী ও বাণিজ্যিক ফ্লাইট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ফিলিপাইন। করোনার সংক্রমণ ঠেকাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের।

রোববার স্থানীয় সময় সকাল ৮টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে বলে জানিয়েছে দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ। দেশ থেকে তো বটেই, বিদেশ থেকেও কোনো বিমান ঢুকতে পারবে না।

শনিবার রাতে এক বিবৃতিতে ম্যানিলা আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ‘কার্গো ফ্লাইট, চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, জন-উপযোগমূলক পণ্য ও মেইন্টেন্যান্স ফ্লাইট এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।’

স্বাস্থ্য বিভাগের তথ্য মতে ফিলিপাইনে এপর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৮ হাজার ৯২৮ জন এবং মৃত্যু ৬০৪ জনের।


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়