ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

করোনা কেড়ে নিলো আড়াই লাখ প্রাণ

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৭, ৪ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা কেড়ে নিলো আড়াই লাখ প্রাণ

মহামারি করোনাভাইরাস বিশ্বব্যাপী আড়াই লক্ষাধিক মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। এ রিপোর্ট লেখার সময় মোট মৃতের সংখ্যা ২ লাখ ৫০ হাজার ১২৫ জনে দাঁড়িয়েছে।

তার মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, স্পেন ও ফ্রান্সেই মারা গেছে ১ লাখ ৭৭ হাজার ১৭১ জন।

প্রাণঘাতী করোনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে, ৬৯ হাজার ৩৫ জন। ইতালিতে মারা গেছে ২৯ হাজার ৭৯ জন। যুক্তরাজ্যে ২৮ হাজার ৭৩৪ জন। স্পেনে ২৫ হাজার ৪২৮ জন। ফ্রান্সে ২৪ হাজার ৮৯৫ জন।

এ ছাড়া বেলজিয়ামে ৭ হাজার ৯২৪, ব্রাজিলে ৭ হাজার ৫১, জার্মানিতে ৬ হাজার ৮৬৬, ইরানে ৬ হাজার ২৭৭, নেদারল্যান্ডসে ৫ হাজার ৮২ ও করোনাভাইরাসের আতুরঘর চীনে ৪ হাজার ৬৩৩ জন মারা গেছে।

বিশ্বের ২১২টি দেশ ও দুটি আন্তর্জাতিক অঞ্চলে ছড়িয়ে পড়া এই ভাইরাস আক্রান্ত করেছে ৩৬ লাখ ১১ হাজার ৪৪ জনকে। এই ভাইরাসের কবলে পড়ে সেরে উঠেছে ১১ লাখ ৭১ হাজার ৪৬ জন।

 

ঢাকা/আমিনুল  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়