ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনাভাইরাস মোকাবিলায় অ্যান্টিবডি তৈরি করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৮, ৫ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনাভাইরাস মোকাবিলায় অ্যান্টিবডি তৈরি করেছে ইসরায়েল

দেহের অভ্যন্তরে করোনাভাইরাসকে পরাস্ত করতে অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম হয়েছে ইসরায়েল। সোমবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী নাফতালি বেনেট এ তথ্য জানিয়েছেন। নোভেল করোনাভাইরাসের বিরুদ্ধে এটি ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার ইসরায়েলের ইনিস্টিটিউট ফর বায়োলজিক্যাল রিসার্চ (আইআইবিআর) সেন্টার সফর করেন নাফতালি।

পরে এক বিবৃতিতে নাফতালির দপ্তর বলেছে, ‘অ্যান্টিবডিটি ভাইরাসকে একক কোষ গঠণের মাধ্যমে আক্রমণ করে এবং যারা অসুস্থ তাদের দেহের ভেতরে থাকা ভাইরাসটিকে নিরস্ত করে।’

এতে বলা হয়েছে, অ্যান্টিবডিটির উন্নয়ন শেষ হয়েছে। এখন ইনিস্টিটিউট এর প্যাটেন্ট করার প্রক্রিয়ায় আছে। এছাড়া ‘বাণিজ্যিকভাবে অ্যান্টিবডি উৎপাদনে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর কাছে গবেষকরা একে উপস্থাপনের পরবর্তী পদক্ষেপে আছেন।’

নাফতালি বলেন, ‘আমি এই অসাধারণ অগ্রগতির জন্য ইনিস্টিটিউটের কর্মীদের নিয়ে গর্বিত। তাদের সৃষ্টিশীলতা ও ইহুদি মন এই অসাধারণ অর্জন সম্ভব করেছে।’


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়