ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৭০ হাজার ছাড়ালো

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২২, ৫ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৭০ হাজার ছাড়ালো

মহামারি করোনাভাইরাসে মার্কিন যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যা অনুযায়ী মঙ্গলবার (৫ মে) পর্যন্ত সেখানে মারা গেছে ৭০ হাজার ১১৫ জন। অবশ্য ওয়ার্ল্ডওমিটার্সের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী এ রিপোর্ট লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৭১ হাজার ৬৭০। আক্রান্তের সংখ্যা ১২ লাখ ২৯ হাজার ৯১৯।

বিশ্বের ক্ষমতাধর দেশটির ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি নিউইয়র্ক রাজ্যে। সেখানে মারা গেছে ২৫ হাজার ১৭৪ জন। আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২৯ হাজার ৮১৬ জন। নিউ জার্সিতে মারা গেছে ৮ হাজার ২৭৩ জন। ম্যাসাচুসেটসে মৃতের সংখ্যা ৪ হাজার ২১২ জন। মিশিগানে মারা গেছে ৪ হাজার ২১২ জন। পেনসালভানিয়ায় ৩ হাজার ১২ জন।

এ ছাড়া ইলিনয়িসে ২ হাজার ৮৩৮ জন, ক্যালিফোর্নিয়ায় ২ হাজার ২৯৪ জন, কানেক্টিকাটে ২ হাজার ৫৫৬ জন ও লুসিয়ানায় ২ হাজার ১১৫ জনের মৃত্যু হয়েছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৭ লাখ ১০ হাজার ৩৮০ জন। মৃতের সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ৯২০ জন। সেরে উঠেছে ১২ লাখ ৩৫ হাজার ৪৭৭ জন।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়