ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

করোনাযুদ্ধে উত্তর কোরিয়ার পাশে থাকতে চায় চীন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২০, ৯ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনাযুদ্ধে উত্তর কোরিয়ার পাশে থাকতে চায় চীন

করোনাভাইরাস মোকাবিলায় যুক্তরাষ্ট্র চীনের তৎপরতার কঠোর সমালোচনা করলেও উত্তর কোরিয়া করেছে প্রশংসা। করোনাযুদ্ধে জয়ী হওয়ায় শুক্রবার দেশটির প্রেসিডেন্ট কিম জং উন চীনকে উষ্ণ অভিনন্দন জানিয়ে ‘মৌখিক বার্তা’ পাঠান। শনিবার তারই প্রতিক্রিয়া জানালেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

করোনা মহামারির বিরুদ্ধে উত্তর কোরিয়ার লড়াইয়ে সমর্থনের ইচ্ছা প্রকাশ করেছে চীন, শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর জানিয়েছে। উত্তর কোরিয়ান শীর্ষ নেতা কিম জং উনের কাছে জিনপিংয়ের লিখা চিঠির উদ্ধৃতি দিয়েছে তারা।

জিনপিং বলেছেন, উত্তর কোরিয়ার পরিস্থিতি ও দেশটির জনগণের স্বাস্থ্য নিয়ে তিনি খুবই উদ্বিগ্ন। করোনার মতো প্রাণঘাতী ভাইরাস নিয়ন্ত্রণে তাদের প্রচেষ্টার প্রশংসাও করেছেন চীনের প্রেসিডেন্ট।

এর আগে কিম জং উনের অসুস্থতার গুঞ্জন উঠলে চীন তার স্বাস্থ্যগত পরামর্শে একটি চিকিৎসা বিশেষজ্ঞ দল পাঠিয়েছিল।

চীনে উৎপত্তি হয়ে করোনাভাইরাস বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে, যাতে প্রাণহানি হয়েছে আড়াই লাখের বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা ৪০ লাখের বেশি। তবে এই ভাইরাস এখনো ছুঁতে পারেনি উত্তর কোরিয়াকে। তাদের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবর, এখনো করোনা আক্রান্ত কোনো রোগীকে পাওয়া যায়নি।



ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়