ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ব্রিটেনে চালু হচ্ছে পাঁচ স্তরের করোনা সতর্ক ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১২, ১০ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্রিটেনে চালু হচ্ছে পাঁচ স্তরের করোনা সতর্ক ব্যবস্থা

লকডাউন শিথিল করতে যাচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে একটি নতুন পাঁচ স্তরের কোভিড-১৯ সতর্ক ব্যবস্থা চালুর ঘোষণা দেবেন তিনি। যুক্তরাজ্যের প্রেস অ্যাসোসিয়েশনের (পিএ) বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

নতুন সতর্ক ব্যবস্থা প্রয়োগ করা হবে সংক্রমণের মাত্রা দেখে। এক্ষেত্রে ঝুঁকির মাত্রা নির্ধারণ হবে পাঁচটি রঙয়ের ভিত্তিতে। এক মাত্রার জন্য সবুজ থেকে পাঁচ মাত্রায় ব্যবহার করা হবে লাল রঙ।

এই ভাষণেই জনসন করোনায় লকডাউনের মাত্রা চার থেকে তিনে নামিয়ে আনতে পারেন আভাস দিয়েছে পিএ। ঘরবন্দি থাকায় যারা কাজ করতে পারছেন না তাদের সামাজিক দূরত্ব মেনে বাইরে কাজে ফেরার অনুমতি দিতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

এছাড়া দৈনিক একবার করে ঘরের বাইরে ব্যায়ামের কড়াকড়ি তুলে নেওয়া হতে পারে। গার্ডেনস সেন্টারগুলো খুলে দেওয়া হবে জানা গেছে। অবশ্য লকডাউন ভাঙায় জরিমানা আরো বাড়তে পারে জানিয়েছে পিএ।


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়