ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সীমান্তে ভারত-চীন সেনাদের হাতাহাতি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৬, ১০ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সীমান্তে ভারত-চীন সেনাদের হাতাহাতি

ভারত-চীন সীমান্তের সিকিমে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার উত্তর সিকিমের নাকুলায় দুই দেশের সেনাদের হাতাহাতি এবং ঘুষাঘুষিতে বেশ কয়েক জন আহত হয়। তবে সংঘর্ষ বড় আকার ধারণ করতে পারেনি। রোববার ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ‘দুই পক্ষের সহিংস মনোভাবের কারণে সেনাদের মধ্যে কয়েক জন আহত হয়েছে। আলোচনা ও স্থানীয় পর্যায়ে হস্তক্ষেপে দুই পক্ষ সংঘাত থেকে বিরত হয়।’

নাম প্রকাশে অনিচ্ছুক দুই ভারতীয় সেনা কর্মকর্তার বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মুগুথাং পেরিয়ে পাঁচ হাজার ফুট উচ্চতায় নাকুলা সেক্টরে দু’পক্ষের প্রায় ১৫০ সেনার মধ্যে সংঘর্ষ বাধে। তাতে চার ভারতীয় সেনা ও চীনা বাহিনীর সাত জন আহত হন।

সীমান্তে ভারত ও চীনা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা নতুন নয়। ২০১৭ সালের আগস্টে লাদাখে নিয়ন্ত্রণরেখার কাছে প্যাংগং লেক এলাকায় পরস্পরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিল দু’পক্ষের সেনারা। ঘুষাঘুষির পাশাপাশি একে অপরকে লক্ষ্য করে পাথরও ছোড়া হয় সেখানে।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়