ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চিলিতে একদিনে ২৬ শতাধিক করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৮, ১৪ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চিলিতে একদিনে ২৬ শতাধিক করোনায় আক্রান্ত

বুধবার দেশে ২ হাজার ৬৬০ জনের নতুন করে করোনাভাইরাসে আক্রান্তের খবর দিয়েছে চিলিয়ান স্বাস্থ্য মন্ত্রণালয়। মহামারি শুরুর পর একদিনে দেশটিতে সর্বোচ্চ কোভিড-১৯ রোগী শনাক্ত হলো।

মন্ত্রণালয়ের তথ্য মতে চিলিতে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৩৪ হাজার ৩৮১ জন, যার মধ্যে মৃত্যু হয়েছে ৩৪৬ জনের।

চিলিয়ান স্বাস্থ্যমন্ত্রী জেইম মানালিখ বলেছেন, হঠাৎ করে আক্রান্ত বেড়ে যাওয়ায় রাজধানী স্যান্টিয়াগো ও আশেপাশের কয়েকটি শহরে ৭ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন জারি করেছে। শুক্রবার থেকে তা কার্যকর হবে জানিয়েছেন প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা।

এদিকে সংবাদমাধ্যমের এক সদস্যের করোনা হওয়ায় প্রেসিডেন্সিয়াল প্যালেস লা মোনেদায় দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের সতর্ক পদক্ষেপ হিসেবে প্রেসিডেন্ট কার্যালয়ের পক্ষ থেকে ১৪ দিন ঘরে থাকতে বলা হয়েছে।


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়