ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনার টিকার দাম বেশি হবে না

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১১, ১৫ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনার টিকার দাম বেশি হবে না

করোনাভাইরাস প্রতিরোধে যে টিকা বাজারে ছাড়া হবে তার দাম বেশি হবে না। দাম কমানোর জন্য বিপুল পরিমাণে উৎপাদন করা হবে এই টিকা। করোনার টিকা উন্নয়ন গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জেনার ইনিস্টিটিউটের পরিচালক আদ্রিয়ান হিল এ তথ্য জানিয়েছেন।

করোনার টিকা উন্নয়নের জন্য ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান আস্ট্রাজেনেকার সঙ্গে যৌথভাবে কাজ করছে জেনার ইনিস্টিটিউট।

আদ্রিয়ান হিল জানান, এই প্রকল্পের প্রথম থেকেই ব্যাপক বিতরণ ও কম খরচের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, ‘এটা অনেক দামি টিকা হবে না। এটা এক ডোজের টিকা হবে। সারা বিশ্বে এটা সরবরাহ করা হবে এবং এটা বিভিন্ন স্থানে উৎপাদন করা হবে। সবসময় আমাদের পরিকল্পনা এমনই ছিল।’

ক্লিনিকাল ট্রায়ালে থাকা টিকাটি ChAdOx1 nCoV-19 নামে পরিচিত। করোনাভাইরাসের বিরুদ্ধে সুরক্ষা দিতে বৈশ্বিক টিকা উৎপাদনের দৌড়ে এটি প্রথম সারিতে রয়েছে।

প্রাথমিকভাবে ক্ষুদ্র পরিসরে ছয়টি বানরের ওপর এই টিকার পরীক্ষামুলক প্রয়োগ করা হয়েছে। এতে দেখা গেছে, টিকার একটি ডোজ প্রয়োগের পর ১৪ দিনের মধ্যে প্রাণীর দেহে অ্যান্টিবডি তৈরি শুরু হয়েছে এবং ২৮ দিনের মধ্যে সব ধরনের রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে সক্ষম অ্যান্টিবডির উন্নয়ন ঘটেছে।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়