ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

২৮ দিনের মাথায় পদত্যাগ করলেন ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১২, ১৫ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
২৮ দিনের মাথায় পদত্যাগ করলেন ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী

দায়িত্ব গ্রহণের এক মাসেরও কম সময়ের মাথায় পদত্যাগ করেছেন ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী নেলসন তেইচ। শুক্রবার (১৫ মে) তিনি তার পদত্যাগপত্র মন্ত্রণালয়ে জমা দেন। খবর আল জাজিরার।

মূলত ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর করোনা নিয়ে খামখেয়ালিপনার বিরুদ্ধে অবস্থান নিয়ে সুবিধা করতে না পারার কারণেই সরে দাঁড়িয়েছেন তিনি। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তার পদত্যাগের বিস্তারিত জানাবেন।

এর আগে প্রেসিডেন্টের সঙ্গে করোনা নিয়ে বিরোধিতা করায় ১৭ এপ্রিল স্বাস্থ্যমন্ত্রী লুইস হেনরিক মানদেত্তা বরখাস্ত হয়েছিলেন। তার পরিবর্তে দায়িত্ব নেওয়া তেইচ ২৮ দিনের মাথায় স্বেচ্ছায় পদত্যাগ করলেন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৮ হাজার ৩১ জন। যা বিশ্বের মধ্যে ষষ্ঠ সর্বোচ্চ। মারা গেছে ১৪ হাজার ২৬৭ জন। যা বিশ্বের মধ্যে ষষ্ঠ সর্বোচ্চ।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়