ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইতালিতে আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা উঠছে ৩ জুন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৭, ১৬ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ইতালিতে আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা উঠছে ৩ জুন

করোনাভাইরাস মহামারি সংকট কাটিয়ে ওঠার পথে বড় একটি ধাপ ফেলতে যাচ্ছে ইতালি। আগামী ৩ জুন থেকে আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে তারা। তাতে ইতালি থেকে বিদেশ এবং বিদেশ থেকে ইতালি যাওয়া আসায় কোনো বাধা থাকবে না।

একই দিন দেশের ভেতরে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যাওয়ার স্বাধীনতাও দেওয়া হবে। আরো আগেই আভ্যন্তরীণ ভ্রমণে কয়েকটি অঞ্চল নিষেধাজ্ঞা তোলার অনুরোধ করলেও দ্বিতীয় দফার সংক্রমণ ঠেকাতে তা মানেননি প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্তে।

২১ ফেব্রুয়ারি মহামারি শুরুর পর থেকে কোভিড-১৯ রোগে ৩১ হাজার ৬০০ জনের বেশি ইতালিয়ান মারা গেছে। মৃত্যুর হিসাবে তারা যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের পরে। সংক্রমণ ঠেকাতে প্রথম ইউরোপিয়ান হিসেবে পুরো দেশজুড়ে কড়াকড়ি আরোপ করে। গত ৪ মে থেকে তা শিথিল হতে থাকে, খুলতে থাকে ফ্যাক্টরি ও পার্ক।

দোকানপাট খুলছে এই সোমবার থেকে এবং একই দিন থেকে নিজেদের অঞ্চলে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন বাসিন্দারা। বন্ধুদের বাড়ি যেতে পারবেন। তবে আন্তআঞ্চলিক ও আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা থাকবে ২ জুন প্রজাতন্ত্র দিবসের ছুটি পর্যন্ত।

 

ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়