ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হাঙ্গেরিতে লকডাউন প্রত্যাহার সোমবার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৪, ১৬ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
হাঙ্গেরিতে লকডাউন প্রত্যাহার সোমবার

করোনাভাইরাস মহামারিতে জারি করা লকডাউন সোমবার থেকে প্রত্যাহার করতে যাচ্ছে মধ্য ইউরোপের স্থলবেষ্টিত প্রজাতান্ত্রিক রাষ্ট্র হাঙ্গেরি।

তবে নাগরিকদের দোকানে যেতে, ভ্রমণ করতে বা গণপরিবহনে চলাচলের সময় মুখে মাস্ক পরিধান করতে হবে বলে শনিবার দেশটির সংশ্লিষ্টরা জানিয়েছে। খবর রয়টার্সের।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেন, ‘দুই সপ্তাহ পরে দেশের অন্যান্য অংশে লকডাউনের কড়াকড়ি শিথিলের পর কর্তৃপক্ষ রাজধানীতেও করোনাভাইরাস নিয়ন্ত্রণে সফল হয়েছে।’

ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি জানান, এটা পরিষ্কার যে আমরা বুদাপেস্টেও মহামারি ঠেকাতে পেরেছি। সুতরাং আমরা দ্বিতীয় ধাপের প্রতিরক্ষায় যেতে পারি। এভাবেই আমরা লকডাউন পুরোপুরি প্রত্যাহার করবো।

হাঙ্গেরিতে গত ৪ মে থেকে লকডাউন শিথিল করা হয়েছিল। অনুমতি দেওয়া হয়েছিল দোকানপাট ও রেস্তোরা খোলার।

 

ঢাকা/নাসিম/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়