ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মেক্সিকোতে বিয়ারের সংকট, অ্যালকোহল পানে ১২১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:২৮, ১৭ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মেক্সিকোতে বিয়ারের সংকট, অ্যালকোহল পানে ১২১ জনের মৃত্যু

মার্চে লকডাউন ঘোষণার পর মেক্সিকোতে বিয়ার উৎপাদন ব্যাহত হয়েছে। তাতে দেখা দিয়েছে সংকট। এমন সময় মিথানল মিশ্রিত অ্যালকোহল পান করছে মানুষজন। তাতে বাড়ছে মৃতের সংখ্যা। এ পর্যন্ত মিথানল মিশ্রিত অ্যালকোহল পান করে ১২১ জনের মৃত্যু হয়েছে। খবর এএফপির।

১২১ জনের মধ্যে ৫৩ জন মারা গেছে সেন্ট্রাল পুয়েবলাতে। তারা মিথানল (কাঠ মিস্ত্রির কাজে ব্যবহৃত) মিশ্রিত অ্যালকোহল পান করে মারা গেছেন। মিথানল অন্ধত্ব ও ফুসফুস ক্ষতিগ্রস্ত করে। ২৩ জন মারা গেছে শিকনকুয়াউটলায়।

কেউ কেউ স্থানীয়ভাবে তৈরি বিষাক্ত ‘তেজন’ পান করে মারা যাচ্ছে। যেটা তৈরি করা হয়েছে তেজোকোট ফলের সঙ্গে ব্রান্ডি মিশিয়ে। এগুলো খাওয়ার পর শরীরে কাঁপুনি শুরু হয়। এরপর আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়।

মেক্সিকোতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৪৭ হাজার ১৪৪ জন। মারা গেছে ৫ হাজার ৪৫ জন।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়