ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনাকে হারিয়ে কর্মক্ষেত্রে নিউইয়র্কের ৫ হাজারের বেশি পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৬, ১৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনাকে হারিয়ে কর্মক্ষেত্রে নিউইয়র্কের ৫ হাজারের বেশি পুলিশ

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য নিউইয়র্কে রোববার পর্যন্ত নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) ৫ হাজার ৪৫৭ জন সদস্য করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে পুরোদমে কাজে ফিরেছেন। এনওয়াইপিডির দৈনিক করোনাভাইরাস প্রতিবেদনের বরাতে এ খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন।

করোনাভাইরাসে নিউইয়র্ক পুলিশের ৫ হাজার ৬৪৮ জন সদস্যের করোনা পজিটিভ এসেছে। এখনো ১৪৯ জন (১১১ পোশাকধারী ও ৩৮ বেসামরিক) সদস্য ভাইরাসের কারণে অসুস্থ জানিয়েছে পুলিশ বিভাগটি। রোববার পোশাকধারী ১ হাজার ৪৫ জন সদস্য সুস্থ হয়েছেন।

করোনা মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি নিউইয়র্ক পুলিশও সম্মুখযুদ্ধ করে যাচ্ছে। রেস্তোরাঁ, বার, সুপারমার্কেট, সেলুনসহ বিভিন্ন জনসমাগমস্থলে গিয়ে জনগণকে সামাজিক দূরত্ব মেনে চলতে উদ্বুদ্ধ করছেন তারা।

অবশ্য দেশের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি নিউইয়র্কে। সেখানে সাড়ে ৩ লাখের ওপর মানুষ আক্রান্ত হয়েছে করোনায় এবং মৃত্যু ছাড়িয়েছে ২৮ হাজার।



ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়