ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জাপানের ওসাকায় করোনায় নতুন আক্রান্ত নেই

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০০, ১৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
জাপানের ওসাকায় করোনায় নতুন আক্রান্ত নেই

জাপানের তৃতীয় বৃহত্তম শহরে রোববার করোনাভাইরাসে নতুন কোনো রোগী শনাক্ত হয়নি। ৯ মার্চের পর এই শহরে প্রথমবার আক্রান্তের হার শূন্য।

ওসাকার প্রশাসনিক সরকার জানিয়েছে, শহরে এখন পর্যন্ত ১ হাজার ৭৭০ জন আক্রান্ত হয়েছে করোনায়।

রাজধানী টোকিওতে রোববার নতুন ৫ জন কোভিড-১৯ রোগী পাওয়া গেছে। ৭ এপ্রিল জরুরি অবস্থা ঘোষণার পর এটাই সবচেয়ে কম আক্রান্ত। টোকিওতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৫০ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গোটা জাপানে রোববার নতুন করে ২৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৫ জনের।

জাপানে এখন পর্যন্ত মোট আক্রান্ত ১৬ হাজার ৮৪৪ জন। কোভিড-১৯ রোগে মৃত্যু হয়েছে ৭৬২ জনের।

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় ৪৭ জেলার ৩৯টি থেকে জরুরি অবস্থা প্রত্যাহার করে নেয় জাপান সরকার। টোকিও ও ওসাকাসহ ৮টি জেলার জরুরি অবস্থা তোলার ব্যাপারে আগামী ২১ মে সিদ্ধান্ত জানাবে তারা।



ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়