ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মসজিদে ঈদের নামাজ নিষিদ্ধ করলো সিরিয়া

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১২, ১৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মসজিদে ঈদের নামাজ নিষিদ্ধ করলো সিরিয়া

মসজিদে গিয়ে জামাতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে সিরিয়ার সরকার। বাসায় বসে আত্মীয়-স্বজনদের নিয়ে আদায় করতে বলা হয়েছে।  করোনাভাইরাসের সংক্রমণ রুখতে সোমবার (১৮ মে) ধর্ম মন্ত্রণালয় এই ঘোষণা দেয়।

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে ১৪ মে ধর্মীয় ছুটির দিনে জনসমাগম নিষিদ্ধ করে সিরিয়া। পাশাপাশি সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে কারফিউ জারি করে ভোর পর্যন্ত।

সিরিয়ার মতো মিশর ও আলজেরিয়াও মসজিদে ঈদের নামাজ জামাতে আদায় করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

সিরিয়া সরকার নিয়ন্ত্রিত এলাকায় ৫৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ৩ জন।

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে ৪৮ লাখ ৬৮ হাজার ৮২২ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ৩ লাখ ১৮ হাজার ৯৮৯ জন। করোনার সঙ্গে লড়াই করে সেরে উঠেছে ১৮ লাখ ৯২ হাজার ১৩৯ জন।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়