ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

আশা জাগালো আমেরিকায় প্রথম করোনা পরীক্ষার ফল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৫, ১৯ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আশা জাগালো আমেরিকায় প্রথম করোনা পরীক্ষার ফল

যুক্তরাষ্ট্রে মানুষের ওপর প্রয়োগ করা প্রথম করোনাভাইরাস প্রতিষেধকের ফল আশা জাগাচ্ছে এবং মানুষের শরীর প্রত্যাশামতো সাড়া দিচ্ছে বলে জানালোন নির্মাতা প্রতিষ্ঠান মডারনা।

গত মার্চে আমেরিকার ৮ জন ব্যক্তির ওপর ওই প্রতিষেধকের দুটি করে ডোজ প্রয়োগ করা হয়। ওই ফলের ওপর ভিত্তি করে আশাবাদী হয়ে উঠছেন বিশেষজ্ঞরা।

প্রতিষেধক দেওয়ায় তাদের শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয় তা পরীক্ষাগারে মানব কোষের ওপর পরীক্ষা করা হয়।

গবেষণা ঠিকঠাকমতো হলে আগামী জানুয়ারিতে সবার হাতের নাগালে চলে যাবে এই প্রতিষেধক। মডারনার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ট্যাল জ্যাকস বলেছেন, ‘এটা খুবই আনন্দের সংবাদ এবং দীর্ঘ সময় ধরে এমন সংবাদের জন্য অনেকে অপেক্ষা করছে বলে আমরা মনে করি।’

এই প্রতিষেধক প্রয়োগের ফলে যে পরিমাণ অ্যান্টিবডি তৈরি হয়েছে তা করোনা থেকে সুস্থ হওয়া মানুষের শরীরে উৎপন্ন হওয়া অ্যান্টিবডির সমান।

পরীক্ষার দ্বিতীয় ধাপে ৬০০ জনের ওপরে এই ভ্যাকসিন প্রয়োগের কাজ কয়েক সপ্তাহের মধ্যে শুরু হবে জানা গেছে। তৃতীয় পর্যায়ে ১ হাজার জনের ওপর এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে। সব পরীক্ষা সফল হলে এই বছরের শেষ বা আগামী বছরের শুরুতে বাজারে আসতে পারে আমেরিকার এই ভ্যাকসিন।


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়