ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ট্রাম্পের হুমকির পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাশে সদস্যরা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৫, ১৯ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ট্রাম্পের হুমকির পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাশে সদস্যরা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) পাশে দাঁড়িয়েছে এর  বাকী সদস্য দেশগুলো। মঙ্গলবার সংস্থার  বার্ষিক সম্মেলনে এ সমর্থন ব্যক্ত করা হয়েছে।

এর আগে সোমবার ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেডরস আধানমের কাছে লেখা এক দীর্ঘ চিঠিতে অভিযোগ করেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের কাছ থেকে যথেষ্ঠ পরিমাণ স্বাধীন নয়।

করোনাভাইরাস চীনের উহানে ডিসেম্বরের শুরুতে বা তার আগে ছড়ানো শুরু করেছিল এমন ‘বিশ্বাসযোগ্য প্রতিবেদন’ থাকার পরও ডব্লিউএইচও সেসব প্রতিবেদন ‘ধারাবাহিকভাবে উপেক্ষা’ করেছে বলে দাবি করেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্র সদস্য পদ স্থায়ীভাবে প্রত্যাহার করে নেবে হুমকি দিয়ে তিনি বলেন, ‘যদি আগামী ৩০ দিনের মধ্যে হু প্রধান উল্লেখযোগ্য পরিবর্তন না আনে তাহলে আমি হু কে দেওয়া যুক্তরাষ্ট্রের অনুদান সাময়িক স্থগিতকে স্থায়ীভাবে বন্ধ করে দেব এবং আমাদের সদস্য পদের বিষয়টি পুনর্বিবেচনা করব।’

এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক মুখপাত্র ভার্জিন বাত্তু-হেনরিকসন সাংবাদিকদের বলেছেন, ‘এটা এখন সংহতির সময়, এটা কারো দিকে আঙ্গুল তাক কিংবা বহুপাক্ষিক সহযোগিতাকে অবমূল্যায়নের সময় নয়।’

তিনি বলেন, ‘কোভিড-১৯ প্রশমনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রচেষ্টাকে সমর্থন করে ইউরোপীয় ইউনিয়ন এবং এই প্রচেষ্টাগুলোর সমর্থনে অতিরিক্ত অনুদানও দেওয়া হয়েছে।’


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়