ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘করোনা আক্রান্তে যুক্তরাষ্ট্রের শীর্ষে থাকা সম্মানের বিষয়’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৫, ২০ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘করোনা আক্রান্তে যুক্তরাষ্ট্রের শীর্ষে থাকা সম্মানের বিষয়’

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্বে সবচেয়ে বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়া যুক্তরাষ্ট্রের জন্য ‘সম্মানের বিষয়।’

সোমবার হোয়াইট হাউজে তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘আমি একে বিশেষ সম্মানের সঙ্গে দেখি, একটি ভালো জিনিস হিসেবে দেখি, কারণ এর অর্থ আমাদের পরীক্ষা অনেক ভালো।’

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ১৫ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন প্রায় ৯২ হাজার জন ভাইরাস আক্রান্ত।

সোমবার করোনা প্রাদুর্ভাবের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে যোগ দিয়েছিলেন ট্রাম্প।

ওই সময় সাংবাদিকদের তিনি বলেন,‘প্রসঙ্গক্রমে আপনারা যখন বলেন, আক্রান্তের সংখ্যায় আমরা শীর্ষে আছি, এর কারণ হল, অন্য যে কারোর চেয়ে আমরা বেশি পরীক্ষা করছি।’

তিনি বলেন, ‘তাই আমাদের আক্রান্তের ঘটনা যখন অনেক বেশি হয়, তখন আমি একে খারাপ হিসেবে দেখি না। আমি একে বিশেষ সম্মানের সঙ্গে দেখি, একটি ভালো জিনিস হিসেবে দেখি, কারণ এর অর্থ আমাদের পরীক্ষা অনেক ভালো।’

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়